দেখে নিন ভারতীয় নোট ছাপতে কত টাকা খরচ

0
178

আপনি কি জানেন ভারতীয় Rs. নোট ছাপতে কত খরচ হয় ?

আমাদের সকলেরই মনের ইচ্ছা থাকে ভারতের কোন টাকা কত খরচ তৈরি করতে তা জানতে। ভারতের দুটি কারেন্সি নোট প্রিন্টিং প্রেস (নাসিক এবং দেওয়াস) ভারত সরকারের মালিকানাধীন; অন্য দুইটি (মহীশূর এবং সালবোনি) RBI এর সম্পূর্ণ মালিকানাধীন সহায়ক সংস্থা, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রান লিমিটেড BRBNML এর মাধ্যমে তৈরি।মুম্বাই, হায়দ্রাবাদ, কলকাতা এবং নয়ডায় ভারত সরকারের মালিকানাধীন চারটি টাকশালে মুদ্রা কয়েন তৈরি করা হয়। কারেন্সি প্রেস নোট নাসিক: 1991 সাল থেকে এখানে 1, 2, 5, 10, 50 100 এর নোট ছাপা হয়। আগে এখানে 50 ও 100 টাকার নোট ছাপা হতো না। মধ্যপ্রদেশের হোশাঙ্গাবাদে একটি সিকিউরিটি পেপার মিল রয়েছে। নোট ছাপানোর কাগজগুলো হোশাঙ্গাবাদ এবং বিদেশ থেকে আসে। মহীশূরে 2000 নোট ছাপা হয়।

 

ভারত সরকার প্রতিটি 2,000 টাকার নোটে 4.18 টাকা খরচ করে। প্রতিটি 500 টাকার নোট ছাপানোর খরচ 2.57 টাকা এবং 100 টাকার নোটের জন্য 1.51 টাকা।

প্রতিটি 10 ​​টাকার নোটের জন্য সরকারের খরচ 1.01 টাকা। মজার ব্যাপার হল, 20 টাকার নোট 10 টাকার নোটের চেয়ে 1 পয়সা কম।

একটি এক টাকার কয়েন তৈরির গড় খরচ হল ₹1.11, যা তার নিজস্ব মূল্যের চেয়ে বেশি, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) একটি RTI প্রশ্নের উত্তরে প্রকাশ করেছে৷ একটি ₹2 কয়েন তৈরি করতে, সরকার ₹1.28 খরচ হয়। এছাড়াও, ₹5 এবং ₹10 টাকার কয়েন তৈরির খরচ যথাক্রমে ₹3.69 এবং ₹5.54, RBI জানিয়েছে।